Wednesday, 13 May 2015

ইউনিভারসিটি সম্পকে যা যা জানা থাকা দরকার [National University of Bangladesh]


বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ( Bangladesh Jatio Bishshobiddalôy) স্থাপিত ১৯৯২ ধরন পাবলিক আচার্য বাংলাদেশের রাষ্ট্রপতি সভাপতি আবদুল হামিদ উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ [১] অ্যাকাডেম িক স্টাফ ২,০০০ প্রশাসন স্টাফ ১,৮০০ ছাত্র ১,০০০,০০০ (২০১৩) [২] অবস্থান গাজীপুর, ঢাকা , বাংলাদেশ ক্যাম্পাস শহর এলাকা ডাকনাম এনইউবি ওয়েবসাইট অবস্থান ঢাকার উত্তরে গাজীপুরের বোর্ডবাজারে ১১.৩৯ একর জমিতে ১৯৯২ খ্রিষ্টাব্দের ৩৭নং আইন অনুযায়ী বিশ্ববিদ্যালযটি প্রতিষ্ঠি ত। শুরুতে এর লক্ষ্য ছিলো বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলির (ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী বিশ্ববিদ্য ালয়) উপর থেকে উচ্চশিক্ষা গ্রহণেচ্ছু ছাত্র-ছাত্রীদের অত্যধিক চাপ লাঘব করা এবং একইসাথে অধিভুক্ত কলেজগুলির মান উন্নয়ন। ইতিহাস অনুষদ ও বিভাগসমূহ কলা অনুষদ বাংলা বিভাগ ইংরেজি বিভাগ দর্শন বিভাগ ইতিহাস বিভাগ ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামের ইতিহাস বিভাগ আরবি বিভাগ পালি ও সংস্কৃত বিভাগ সমাজ বিজ্ঞান অনুষদ অর্থনীতি বিভাগ রাষ্ট্র বিজ্ঞান বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ সমাজ কর্ম বিভাগ লোকপ্রশাসন বিভাগ নৃ-বিজ্ঞান বিভাগ গার্হস্থ্য অর্থনীতি বিভাগ বৈদেশীক সরকার বিজ্ঞান অনুষদ পদার্থ বিভাগ রসায়ন বিভাগ গণিত বিভাগ পরিসংখ্যান বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ উদ্ভিদবিজ্ঞান বিভাগ মনোবিজ্ঞান বিভাগ ভূ-ত্তত্ব বিভাগ ভূগোল বিভাগ কম্পিউটার বিজ্ঞান বিভাগ ব্যবসায় শিক্ষা অনুষদ ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগ হিসাববিজ্ঞান বিভাগ মার্কেটিং বিভাগ ব্যবস্থাপনা বিভাগ আইন অনুষদ আইন বিভাগ শিক্ষা কার্যক্রম বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ নতুন সিলেবাসের মাধ্যমে ২০০১-২০০২ শিক্ষাবর্ষ হতে চার(৪) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও এক(১) বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু করেছে। এছাড়াও তিন(৩) বছর মেয়াদী স্নাতক(পাস) কোর্স রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. ও এম.ফিলের. ব্যবস্থাও আছে। বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহ ঢাকা অঞ্চল 1. ঢাকা কলেজ, ঢাকা 2. ইডেন কলেজ, ঢাকা 3. সরকারী তিতুমীর কলেজ, ঢাকা 4. সরকারী বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ 5. সরকারী বাঙলা কলেজ, ঢাকা 6. ঢাকা কমার্স কলেজ, ঢাকা 7. বেগম বদরুন্নেসা সরকারী মহিলা লেজ , ঢাকা 8. কবি নজরুল সরকারী কলেজ, ঢাকা 9. সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা 10. তেজগাঁও মহিলা কলেজ, ঢাকা 11. লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা 12. খিলগাঁও মডেল কলেজ, ঢাকা 13. তেজগাঁও কলেজ, ঢাকা 14. ঢাকা সিটি কলেজ, ঢাকা 15. হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা 16. নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা 17. আইডিয়াল কলেজ, ঢাকা 18. আবু জর গিফারী কলেজ, ঢাকা 19. সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ, ঢাকা 20. মির্জা আব্বাস মহিলা কলেজ, ঢাকা 21. শেখ বোরহানুদ্দিন পোস্টগ্রাজুয়েট কলেজ, ঢাকা 22. ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি(ডিআইআইটি) , ঢাকা 23. ইনস্টিটিউট অফ সাইন্স ট্রেড এন্ড টেকনোলোজি(আইএসটিটি) , ঢাকা 24. টংগী সরকারী কলেজ, গাজীপুর 25. ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ, গাজীপুর 26. সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা 27. দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ 28. মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ 29. সরকারী সা'দত কলেজ, টাংগাইল 30. কুমুদিনী সরকারী মহিলা কলেজ, টাংগাইল 31. আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ 32. মমিনুন্নেসা সরকারী মহিলা কলেজ, ময়মনসিংহ 33. ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজ 34. নেত্রকোণা সরকারী কলেজ, নেত্রকোণা 35. রাজবাড়ী সরকারি কলেজ,রাজবাড় ী খুলনা অঞ্চল 1. সরকারী বি,এল কলেজ 2. খুলনা সরকারী মহিলা কলেজ 3. আযম খান কমার্স কলেজ 4. এম,এম কলেজ, যশোর 5. সিবিএটি , কুষ্টিয়া 6. সাতক্ষীরা সরকারী কলেজ, সাতক্ষীরা চট্টগ্রাম অঞ্চল 1. চট্টগ্রাম কলেজ 2. মহসিন কলেজ 3. সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম 4. চট্টগ্রাম সিটি কমার্স কলেজ 5. চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ 6. চাঁদপুর সরকারী কলেজ 7. ফেনী সরকারী কলেজ 8. ফুলগাজী সরকারী কলেজ, ফেনী 9. পরশুরাম সরকারী কলেজ, ফেনী 10. ছাগলনাইয়া সরকারী কলেজ, ফেনী 11. সোনাগাজী সরকারী কলেজ, ফেনী রাজশাহী অঞ্চল 1. রাজশাহী কলেজ 2. রাজশাহী সরকারী মহিলা কলেজ 3. কারমাইকেল কলেজ,রংপুর 4. বেগম রোকেয়া সরকারী মহিলা কলেজ, রংপুর 5. সরকারী আজিজুল হক কলেজ বগুড়া 6. জয়পুরহাট সরকারী কলেজ 7. দিনাজপুর সরকারী কলেজ 8. সরকারী এডওয়ার্ড কলেজ,পাবনা 9. চাপাইনবাবগঞ্জ সরকারি কলেজ , চাপাইনবাবগঞ্জ । 10. আদিনা ফজলুল হক সরকারি কলেজ চাপাইনবাবগঞ্জ। সিলেট অঞ্চল 1. মুরারিচাঁদ কলেজ, সিলেট 2. মদনমোহন কলেজ, সিলেট 3. সিলেট সরকারি কলেজ, সিলেট 4. সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট 5. বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট 6. বিশ্বনাথ সরকারি কলেজ, সিলেট 7. বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ 8. হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ 9. সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজ, হবিগঞ্জ 10. মৌলভীবাজার সরকারী কলেজ 11. সুনামগঞ্জ সরকারী কলেজ 12. সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজ বরিশাল অঞ্চল 1. সরকারী বি এম কলেজ 2. বরিশাল সরকারী মহিলা কলেজ

No comments:

Post a Comment

Share your thoughts

 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates