Tuesday, 6 October 2015

জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদনে বিশেষ সতর্কতা:


এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করায় ভাল কলেজে চান্স পেতে নূন্যতম জিপিএ ৭-৮ লাগতে পারে। যাদের জিপিএ ৫-৬ তাদের উচিত হবে উপজেলা পর্যায়ের কলেজে আবেদন করে ভাল একটি বিষয়ে ভর্তি নিশ্চিত করা। সুতরাং শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি'র প্রাপ্ত জিপিএ অনুযায়ী ভেবে-চিন্তে সঠিক কলেজটি পছন্দ করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দিত্বীয়ত: বিষয় পছন্দক্রম-এ সবগুলো বিষয় দেয়া ভাল। যে বিষয়টি পড়তে বেশি ইচ্ছুক সেটিই সর্বপ্রথম দিয়ে ধারাবাহিকভাবে অন্যান্য বিষয়গুলো দেয়া উচিত। এক্ষেত্রে শিক্ষাথীরা প্রয়োজনে অভিভাবকের সাহায্য নিতে পারেন। বি.দ্র: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখিত পরীক্ষার প্রবেশপত্র আগামীকাল বিকাল ৫টার পর থেকে সংগ্রহ করা যাবে।

No comments:

Post a Comment

Share your thoughts

 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates