Tuesday, 6 October 2015

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তির প্রাথমিক অাবেদন। ভর্তি সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা:


ভর্তি সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা: প্রশ্ন-০১: আবেদনের শেষ তারিখ কখন? উত্তর: আগামী ২৫ অক্টোবর অনলাইনে আবেদনের শেষ তারিখ। প্রশ্ন-০২: কয়টি কলেজে অাবেদন করা যাবে। উত্তর: একজন শিক্ষার্থী শুধুমাত্র ১টি কলেজে আবেদন করতে পারবে। প্রশ্ন-০৩: এবছর কি ভর্তি পরীক্ষা হবে না? উত্তর: না এবছর ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর উপর ভিত্তি করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। প্রশ্ন-০৪: চান্স পেতে মোট কত জিপিএ লাগবে? উত্তর: নিয়ম অনুযায়ী আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি মিলে মোট ৪.০০ পয়েন্ট হলেই আবেদন করা যাবে কিন্তু জেলা শহরের ভাল ও সরকারী কলেজগুলোতে চান্স পেতে নূন্যতম জিপিএ ৭.০০ থেকে ৮.০০ লাগতে পারে। প্রশ্ন-০৫: অাবেদন করতে কি কি লাগবে? উত্তর: অনলাইনে আবেদন করতে লাগবে- এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নং এবং ১টি ভাল মানের পাসপোর্ট সাইজের ছবি। আর পূরনকৃত ফরমটির সাথে এসএসসি ও এইচএসসি পাশের মার্কসীট, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ফি ২৫০টাকা ভর্তিচ্ছু কলেজে জমা দিতে হবে। প্রশ্ন-০৬: আমি ২০১৪ সালে এইচএসসি পাস করেছি। আমি কি আবেদন করতে পারব? উত্তর: হ্যাঁ শুধুমাত্র ২০১৪ ও ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। সঠিক বিষয় পছন্দক্রম ও নির্ভুল ফরম পূরণের জন্য আমাদের সাথেই থাকুন।

No comments:

Post a Comment

Share your thoughts

 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates