Wednesday, 7 October 2015

শাবিপ্রবি থেকে মর্টার সেল উদ্ধার, যুবক আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস থেকে একটি তাজা মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়। বিক্রির জন্য ওই যুবক মর্টারশেলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে এসেছিল বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আকতার হোসেন। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বি ভবনের সামনে থেকে মর্টারশেলসহ শেখু মিয়া নামের ওই যুবককে আটক করা হয়। শেখু নেত্রকোনা জেলার মদন থানার দেউছি গ্রামের বাসিন্দা। বর্তমানে সে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যুগীটিলায় বসবাস করে। সে পেশায় মাটিকাটা শ্রমিক। জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান- শেখু মিয়া মর্টারশেলটি নিয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে আসলে তা দেখে ফেলেন শিক্ষার্থীরা। ছাত্রদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মর্টারশেলটি উদ্ধার ও শেখু মিয়াকে আটক করে। শেখু মিয়ার বরাত দিয়ে ওসি আকতার জানান- শনিবার বিমানবন্দর এলাকায় মাটিকাটার কাজ করার সময় মর্টারশেলটি পায়। পরে তা সেখান থেকে লুকিয়ে নিয়ে আসে। মর্টারশেলটি বিক্রির জন্য সে ক্রেতার সন্ধানে শাবিপ্রবিতে এসেছিল।

No comments:

Post a Comment

Share your thoughts

 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates