Sunday, 15 November 2015

পুরনো ভর্তি বাতিলের নিয়ম

(১) প্রথমে নিজ কলেজ অফিস/ডিপার্টমেন্ট এ যাতে হবে।
(২) তারপর কলেজ অফিস/ডিপার্টমেন্ট হতে ভর্তি বাতিলের ফরম নিতে হবে।
(৩) নির্দিষ্ট ফরম টা পুরণ করে, টাকা সহ কলেজ অফিস/ডিপার্টমেন্ট এ জমা দিতে হবে।
(৪) তারপর কলেজ কর্তৃপক্ষ তোমার সব ডকুমেন্ট ফেরত দিয়া দিবে।

বি:দ্র:-- ভর্তি বাতিল হতে কিছুদিন সময় লাগে, Nu কতৃপক্ষেরর কাছে তোমার আবেদন টি পৌছাবে তারপর ভর্তি বাতিল করবে। সুতরাং কিছু সময় লাগবে, But তুমি তোমার ডকুমেন্ট ফেরত নিতে পারবে। এবং নতুন প্রাপ্ত বিষয়ে ভর্তি হতে পারবে। ভর্তি বাতিল ফরম পূরন না করে কেউ ডকুমেন্ট উঠিয়ে নতুন করে ভর্তি হয়ে অনার্স কোর্স হারিয়েন না। অবশ্যই আগের ভর্তি বাতিল ফরমটি পূরন করে তারপর ডকুমেন্ট কলেজ থেকে নিয়ে নতুন করে ভর্তি হোন। ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই আপনার আগের ভর্তি বাতিল হয়ে যাবে।
****সরকারি কলেজ এ ভর্তি বাতিল করতে
1500থেকে 2500টাকা লাগতে
পারে।
★★★ বেসরকারি কলেজ এ ভর্তি
বাতিল করতে আর ও বেশি লাগতে
পারে।

No comments:

Post a Comment

Share your thoughts

 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates