Sunday, 15 November 2015

অনার্সে যারা ১ম মেধাতালিকায় চান্স পেয়েছ তারা অনেকেই মাইগ্রেশন সম্পর্কে জানতে চেয়েছ, বিস্তারিত বলছি-

অনার্সে যারা ১ম মেধাতালিকায় চান্স পেয়েছ তারা অনেকেই মাইগ্রেশন সম্পর্কে জানতে চেয়েছ, বিস্তারিত বলছি।
ধর তুমি আবেদনের সময় বিষয় দিয়েছ ১। ইংরেজী, ২। অর্থনীতি, ৩। বাংলা।
এখন বাংলা বিষয় পেয়েছ এবং বাংলা তোমার পচ্ছন্দের ৩নম্বর বিষয়। কিন্তু তোমার ইংরেজী বিষয় নিয়ে পড়ার খুব ইচ্ছা। এখন তুমি ভর্তির আবেদন ফরম পূরণ করার সময়
Do you want to change your assigned subject based on your given preference list? YES or NO (ছবিতে দেখ)
বাটনে ক্লিক করলে তুমি মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে। তুমি ফরম কলেজে জমা দিয়ে বাংলা বিষয়ে ভর্তি হয়ে যাও।

ভর্তির সময় শেষ হলে মাইগ্রেশনের ফলাফল দেওয়া হবে, তখন ইংরেজী বিষয়ে যদি আসন খালী থাকে এবং তোমার যোগ্যতা থাকে তবে তুমি ইংরেজী বিষয় পাবে এজন্য তোমাকে কোন ফি দিতে হবে না। আর যদি পরিবর্তন না হয় তবে তুমি আগের বাংলা বিষয়ে পড়তে হবে।

No comments:

Post a Comment

Share your thoughts

 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates