Monday, 29 June 2015

Year 2013 4th year honours exams notices ২০১৩ [National University of Bangladesh] সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার প্রবেশপত্র/বিবরণীপত্র ডাউনলোড এবং রেজিস্ট্রেশন নম্বর সংক্রান্ত নির্দেশনা।


২০১৩ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় পরীক্ষার্থীদের রোল নম্বর থাকবে না। প্রবেশপত্রে মুদ্রিত পরিবর্তিত রেজিস্ট্রেশন নম্বর উত্তরপত্রে লিখে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, পরীক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন নম্বরের পূর্বে তার শিক্ষাবর্ষের ৪ ডিজিট যুক্ত করে রেজিস্ট্রেশন নম্বর সংশোধন করা হয়েছে।
Click here for Admit Card login

Wednesday, 24 June 2015

Degree pass 2013 practical exams schedule [National University of Bangladesh] ডিগ্রি পাস পরীক্ষা-২০১৩ এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচী।


প্রমোটেড দাবিতে জাতীয় ভার্সিটি ঘেড়াও কর্মসূচি, মানববন্ধন ও আল্টিমেটাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হঠাৎ নিয়ম-নীতি পরিবর্তন, বিভিন্ন অনিয়ম, স্টুডেন্টদের সুযোগ-সুবিধা হতে বঞ্চিত করা সহ ২০১২-১৩ সেশনে NOT PROMOTED স্টুডেন্টদের PROMOTED দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এর সামনে মানববন্ধন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পুর্বে যে আন্দোলন হয়েছে, সেখানে স্টুডেন্টদের উপস্থিতি কম থাকার কারনে আমরা সফল হতে পারি নি। তাই সকলের উপস্থিতি সাপেক্ষে আগামি ৮ তারিখের আন্দোলন আরো কঠোর ভাবে নেয়া হবে, তাই শুধু নট-প্রমূটেড নয়, যে করে সম্বব পর্যাপ্ত সংখ্যক লোকের উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। ###### জাতীয় বিশ্ববিদ্যালয়কে স্টুডেন্টদের আল্টিমেটামঃ ১) অটো প্রমূটেড পদ্ধতি বহাল রাখতে হবে। ২) অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের মানউন্নয়ন পরীক্ষা বা বিশেষ পরীক্ষা নেয়ার বেবস্থা রাখতে হবে। ৩) অন্তত এক বিষয়ে পাশকৃত স্টুডেন্টদের প্রমূটেড দিতে হবে। ৪) সর্বনিন্ম গ্রেড পদ্ধতি বাতিল করতে হবে। ৫) সেশন জুট-নিরশন করতে হবে। ৬) ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। ##### আমাদের করণীয়ঃ ১) প্রচুর সংখ্যক স্টুডেন্টেদের উপস্থিতি নিশ্চিত করা। ২) প্রত্যেক কলেজের স্টুডেন্টদের একত্রিত করা। ৩) মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন নিশ্চিত করা। ৪) আগামি ৮ তারিখ আন্দোলন হবে উল্লেখ করে নিজ নিজ কলেজে প্রচারণা চালাতে হবে, এবং তাদের সাথে যোগাযোগ রাখা। ৫) বিভিন্ন গণ মাধ্যমের দৃষ্টি আকর্ষন করতে হবে ও জানাতে হবে। ৬) প্রত্যেক কলেজ ক্যাম্পাসে আন্দোলন করা ও গাজীপুর আসার প্রস্তুতি রাখতে হবে। ৭) প্রত্যেকে তাদের ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্টে নিজ নিজ উদ্যোগে পোস্টার লাগাতে হবে। ৮) আপনি যেভাবেই হওক আপনার ফ্রেন্ডদের নিয়ে গাজীপুর উপস্থিত হতে হবে। ৯) অন্যদের আশায় বসে না থেকে নিজ কল্যানে নিজেকেই এগিয়ে আসতে হবে ####যোগাযোগ করবেন যাদের সাথেঃ যে সকল ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলা গুলো থেকে আমাদের সাথে গাজীপুর আন্দোলনে যোগ দিতে চান...... ঢাকা, গাজীপুর ও আশ-পাশের জেলার ভাইরা যোগাযোগ করুন নিম্নের ফোন নম্বরে...... #Uttam (Titumir College) 01953579501 & 01714863355 #Opu (Dhaka College) 01681227345 & 01811160400 #Moktar (Titumir College) 017137171581 #Iqbal (Dhaka College) 01768020255 #Rajib (BorhanUddin College) 0168127345 #Dip (Tejgon College) 01780428493 #Mir_Raj (Dhaka college) 01911400431 সিলেট ও সিলেটের আশ-পাশের জেলার ভাইরা যোগাযোগ করুন নিম্নের ফোন নম্বরে...... #Razib (Sylhet) 01712769533 #Rahul (Sylhet) 01799861029 #Hasan (Sylhet) 01733906028 & 01825432807 #Sujon (Sylhet) 01767151575 #Giyas (Sylhet) 01624329600 রাজশাহী, নাটর, পাবনা, চাপাইনবাবগঞ্জ বা তার আশ-পাশের জেলার ভাইরা যোগাযোগ করুন নিম্নের ফোন নম্বরে...... #Jibon (Rajshahi College) 01688603165 & 01761166857 #Noyon (Rajshahi College) 01750525420 #Mehedi (Rajshahi College) 01843765487 #Pabna 01719822723 & 01723987913 রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারী বা তার আশ-পাশের জেলার ভাইরা যোগাযোগ করুন নিম্নের ফোন নম্বরে...... #Feezar (Rangpur & Dinajpur) 01773875000 #Onim (Rangpur) 01745557342 #Jibon (Dunajpur Govt.) 01717047884 #Dinajpur 01723730789 #Shamim (Nilphamari) 01759730188 #Jibon (Gaibandha) 01751208932 & 01915915884 #Panchaghor 01738101310 ময়মনসিংহ, কিশোরগঞ্জ বা তার আশ-পাশের জেলার ভাইরা যোগাযোগ করুন নিম্নের ফোন নম্বরে...... #Iftekhar (Mymonshingh) 01962155423 #Najmul (Kishorganj) 01716951468 কুমিল্লা জেলা বা তার আশে পাশের এলাকা থেকে যোগাযোগ করুন...... #Ashik (comilla) 01676157875 #Jakir (comilla) 01834288288 জামালপুর, ঝিনাইদহ বা তার আশ-পাশের জেলার ভাইরা যোগাযোগ করুন নিম্নের ফোন নম্বরে...... #Shopon (Jamalpur Ashek) 01936116437 #Touhid (Jhinaidah) 01732018209 & 01556489992 ভোলা, পটুয়াখালী বা তার আশ-পাশের জেলার ভাইরা যোগাযোগ করুন নিম্নের ফোন নম্বরে...... #Mishuk (Vola) 01944173626 #Taposh (Patuakhali) 01714444876 আপনাদের যোগাযোগের সুবিধার জন্য উপরের মোবাই নম্বার গুলো দেওয়া হল। যে কোন প্রয়োজনে আমাদের সাথে ক

Wednesday, 17 June 2015

২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি। 2013 masters 1st part form fill up notice

২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি। মাস্টার্স এডমিশন রেজাল্ট জানতে , মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NUস্পেস ATMF স্পেস roll no এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

Saturday, 13 June 2015

No admission test for NU admission জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর পরীক্ষা নয়


আসন্ন শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। আর ভর্তির কাজ শেষ করে ১ ডিসেম্বর ক্লাস শুরু করা হবে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও পরামর্শক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম প্রথম আলোকে এ তথ্য জানান। অধিবেশনে উপাচার্য বলেন, ২০১৬ সালের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কার দেওয়া হবে। ২০১৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আইটিভিত্তিক ও ২০১৮ এর মধ্যভাগ থেকে সম্পূর্ণ সেশনজটমুক্ত করা হবে।

Tuesday, 9 June 2015

২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পূন:নির্ধারিত সময়সূচী।

২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পূন:নির্ধারিত সময়সূচী।

Wednesday, 3 June 2015

২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচী__Year 2013 honors 4th year Exams Routine


২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচী # Year 2013 honors 4th year Exams Routine
 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates