Sunday, 15 November 2015

যেভাবে জানা যাবে শাবি'র ভর্তি পরীক্ষার ফল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ২০১৫/১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশিত হবে। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সকালেই ফলাফল পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ প্রবেশ করে ফলাফল জানা যাবে। এছাড়াও যে কোন মোবাইল অপারেটর থেকে SUST<space>RESULT<space>Your-Admission-Roll লিখে 16222 নাম্বারে খুদেবার্তা পাঠালে ফিরতি মেসেজে রেজাল্ট জানতে পারবে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সিলেট নগরীর ৩০টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিটে ১৪৪৮ আসনের বিপরীতে ৪১২৯৭ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছুদের উপস্থিতি ছিল প্রায় ৮৫ ভাগ।

National University Bangladesh 1st Convocation will be held on 2016

National University Bangladesh Convocation Date Announce. National University Bangladesh 1st Convocation will be held on 2016. National University Bangladesh Convocation Date will Announced on 25th May (Monday) 2015. Every Student must complete the Registration within 30th November 2015 in nu.edu.bd

Registration process :
Go to NU home page and see Student Registration & Login. Every student put there academic year and result and their subject and also put the a password and student name.

মাইগ্রেশন ( Maigration) সম্পর্কে কিছু তথ্য

আসুন জেনে নেওয়া যাক মাইগ্রেশন কি?
>> মাইগ্রেশন হল এমন এক পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার রেজাল্টের প্রাপ্ত বিষয় পরিবর্তন করতে পারবেন।।।।।মনে রাখবেন মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে আপনার বিষয় চয়েজ এর উপর কেন্দ্র করে বিষয় পরিবর্তন হয়। মাইগ্রেশন কখনো নিচের দিকে যায়না। সব সময় উপরের দিকে যায়। যেমন, মনে করেন আপনার চয়েজ ছিল
1.Accounting
2.Finance
3.Marketing
4. Management
5. Bangla
6.Economics
মনে করেন, এখন আপনি চান্স পেলেন ৪ নং চয়েজ Management সাবজেক্টে। আপনি এখন যদি AutoMaigration করেন তাহলে আপনার পয়েন্ট যাছায় বাছায় করে আপনার বিষয় পরিবর্তন হতে পারে। এখন খেয়াল করুন মাইগ্রেশন কখনো নিচের দিকে যাবে না।Management এ ভর্তি হওয়ার সময় যদি মাইগ্রেশন Option Openকরে দেন তাহলে আপনার চান্চ হওয়ার সম্ভবনা থাকবে 3.Marketing 2. Finance ও 1.Accounting এই তিন টা সাবজেক্ট এর উপর। আপনার চান্স পাওয়া বিষয়ের পরে যে গুলো থাকবে ঐগুলো আসবে না, মাইগ্রেশনে বিষয় আসবে আপনার Management বিষয়ের আগের চয়েজ গুলো যা আছে তাদেরমধ্যে।
বি:দ্র-- ১ম চয়েজ এ যদি চান্স হয় তাহলে মাইগ্রেশন হবে না। কারণআগেই বলেছি মাইগ্রেশন নিচের দিকে যায় না।

মাইগ্রেশন আবেদন কিভাবেকরবেন?
মাইগ্রেশন আবেদন Online এরমাধ্যমেই করতে হয়। আপনার চান্স হয়েছে যে বিষয়ে সেই বিষয়ে চুড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করার সময় আপনাকে Auto Maigration Option চালু করতে হবে। যদি এই Option টা চালু করেন তবেই আপনি মাইগ্রেশন রেজাল্ট পাবেন।আপনার বিষয় পরিবর্তন হবে। 
আর যদি Auto Maigration চালু না করেন তাহলে আপনার বিষয় পরিবর্তন হবে না।
এখন আপনি যদি উক্ত বিষয় নিয়ে পড়তে না চান তাহলে মাইগ্রেশন করতে পারেন। ভাগ্যক্রমে যদি আপনার বিষয় পরিবর্তন হয় তাহলে আপনার জন্য Good Luck, আর যদি Change না হয় তাহলে আপনার উক্তবিষয় বহাল থাকবে।।
আবার আপনি মাইগ্রেশন করেছেন আপনার বিষয় পরিবর্তন হয়েছে কিন্তু আপনি ভাবছেন আমি এইবিষয়ে পড়বো না আগে যা ছিলতাই পড়বো.... Sorry আপনি আর আগেরবিষয়ে পড়তে পারবেন না। আরবিষয় পরিবর্তন করা সম্ভব না।।।।।

সুতরাং Atuto মাইগ্রেশন করার আগে অবশ্যই খেয়াল রাখবেন, আমিযে বিষয় পেয়েছি সেই বিষয়ের আগের চয়েজ গুলো ভালো নাকি যেটায় চান্স পেয়েছি এটাই ভাল।
উপরের বিষয় গুলোর যে কোন একটা বিষয়ে যদি পড়ার ইচ্ছা আপনার থাকে তাহলে Auto মাইগ্রেশন করতে পারেন।
গত বছর এই ভুলের কারনে অনেক ভাল বিষয় পরিবর্তন হয়ে Normal বিষয় এসেছে এবং তাদের নরমাল খারাপ বিষয়ে অনার্স করতে হচ্ছে।


সুতরাংআপনি মাইগ্রেশন অবশ্যই বুঝে শুনেকরবেন।ধরুন আপনি চান্স পেলেন PoliticalScience বিষয়ে।


আপনি মাইগ্রেশন করবেন ভাবছেন Political Science এর আগের বিষয়গুলোর মধ্যে পেলে ভাল হয়। আপনি Auto Maigration চালু করলেন।আপনি পেয়ে গেলেন SocialWork...... হা হা হা আপনি খেয়ালকরেন নাই  Political Science বিষয়ের আগে Social Work চয়েজ দেয়া ছিল। তখন আপনাকে এই খারাপ বিষয়টা নিয়েই পড়তে হবে আর ফিরে পাবেন না আপনার
Political Science বিষয়। যারা মাইগ্রেশন করতে চাইতেছেন Sobe Careful মাইগ্রেশন Nu দ্বারা Auto বিষয় পরিবর্তন হয়। এতে কলেজ কিংবা আপনার কোন হাত থাকবে না।আপনার অনলাইনে ভর্তি চুড়ান্ত ফরমপূরন করে উক্ত বিষয়ে ভর্তি হতেহবে। আর যদি পরিবর্তন হয় তাহলে Auto পরিবর্তন হয়ে যাবে। নতুনকরে ভর্তি হতে হবে না।
যারা বিষয় পরিবর্তন করতে চাননা তারা ভুলেও মাইগ্রেশন চালু করবেন না। আপনি আপনার উক্তবিষয় নিয়েই ভর্তি হয়ে যান।
.
১ম মেধা তালিকার মাইগ্রেশনরেজাল্ট ২য় মেধা তালিকার সাথেপ্রকাশ করা হবে। যারাই Autoমাইগ্রেশন চালু করবেন তারাআবারও একট রেজাল্ট পাবেন।

2015-2016 সেশনের অনার্স ভর্তি কার্যক্রম

১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্তরা আগামী ২২-১১-২০১৫ইংরেজী তারিখের মধ্যে অনলাইন থেকে ২পাতার ভর্তি ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম
সম্পন্ন করবে।১ম মেধাতালিকায় যারা চান্স পায়নি তারা ২য় মেধাতলিকার জন্য অপেক্ষা করবে। আসন খালী থাকা সাপেক্ষে ২য় মেধাতালিকা প্রকাশিত হবে ৩ ডিসেম্বরের পর।

পুরনো ভর্তি বাতিলের নিয়ম

(১) প্রথমে নিজ কলেজ অফিস/ডিপার্টমেন্ট এ যাতে হবে।
(২) তারপর কলেজ অফিস/ডিপার্টমেন্ট হতে ভর্তি বাতিলের ফরম নিতে হবে।
(৩) নির্দিষ্ট ফরম টা পুরণ করে, টাকা সহ কলেজ অফিস/ডিপার্টমেন্ট এ জমা দিতে হবে।
(৪) তারপর কলেজ কর্তৃপক্ষ তোমার সব ডকুমেন্ট ফেরত দিয়া দিবে।

বি:দ্র:-- ভর্তি বাতিল হতে কিছুদিন সময় লাগে, Nu কতৃপক্ষেরর কাছে তোমার আবেদন টি পৌছাবে তারপর ভর্তি বাতিল করবে। সুতরাং কিছু সময় লাগবে, But তুমি তোমার ডকুমেন্ট ফেরত নিতে পারবে। এবং নতুন প্রাপ্ত বিষয়ে ভর্তি হতে পারবে। ভর্তি বাতিল ফরম পূরন না করে কেউ ডকুমেন্ট উঠিয়ে নতুন করে ভর্তি হয়ে অনার্স কোর্স হারিয়েন না। অবশ্যই আগের ভর্তি বাতিল ফরমটি পূরন করে তারপর ডকুমেন্ট কলেজ থেকে নিয়ে নতুন করে ভর্তি হোন। ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই আপনার আগের ভর্তি বাতিল হয়ে যাবে।
****সরকারি কলেজ এ ভর্তি বাতিল করতে
1500থেকে 2500টাকা লাগতে
পারে।
★★★ বেসরকারি কলেজ এ ভর্তি
বাতিল করতে আর ও বেশি লাগতে
পারে।

অনার্সে যারা ১ম মেধাতালিকায় চান্স পেয়েছ তারা অনেকেই মাইগ্রেশন সম্পর্কে জানতে চেয়েছ, বিস্তারিত বলছি-

অনার্সে যারা ১ম মেধাতালিকায় চান্স পেয়েছ তারা অনেকেই মাইগ্রেশন সম্পর্কে জানতে চেয়েছ, বিস্তারিত বলছি।
ধর তুমি আবেদনের সময় বিষয় দিয়েছ ১। ইংরেজী, ২। অর্থনীতি, ৩। বাংলা।
এখন বাংলা বিষয় পেয়েছ এবং বাংলা তোমার পচ্ছন্দের ৩নম্বর বিষয়। কিন্তু তোমার ইংরেজী বিষয় নিয়ে পড়ার খুব ইচ্ছা। এখন তুমি ভর্তির আবেদন ফরম পূরণ করার সময়
Do you want to change your assigned subject based on your given preference list? YES or NO (ছবিতে দেখ)
বাটনে ক্লিক করলে তুমি মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে। তুমি ফরম কলেজে জমা দিয়ে বাংলা বিষয়ে ভর্তি হয়ে যাও।

ভর্তির সময় শেষ হলে মাইগ্রেশনের ফলাফল দেওয়া হবে, তখন ইংরেজী বিষয়ে যদি আসন খালী থাকে এবং তোমার যোগ্যতা থাকে তবে তুমি ইংরেজী বিষয় পাবে এজন্য তোমাকে কোন ফি দিতে হবে না। আর যদি পরিবর্তন না হয় তবে তুমি আগের বাংলা বিষয়ে পড়তে হবে।

Thursday, 5 November 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষের পরীক্ষা ৭ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ২য় বর্ষ
অনার্র্র্স পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী
আগামী (০৭/১১/১৫) তারিখ দুপুর ১:০০ টা থেকে শুরু
হচ্ছে। সারাদেশের ৪৭৩ টি কলেজের ১৮৪ টি
কেন্দ্রে সর্বমোট ২,৩৬,৩২৩ জন পরীক্ষার্থী
পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের
লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন
হয়েছে।
 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates