Friday, 30 October 2015

সরকারি কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার নীতিগত সিদ্ধান্ত

য়ে এ সংত্রুান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) হেলাল উদ্দিন বলেন, বিষয়টি অনেক দিনের পুরানো এজেন্ডা। আজ এর নীতিগত অনুমোদন হয়েছে। তবে একবারে সব সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে না এনে বরং পর্যায়ক্রমে করার পক্ষে মত এসেছে। আমরা সেভাবে বাস্তবায়ন করতে পারবো আশা করছি। বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরকারি কলেজগুলোকে বের করে আনার নানা ঝক্কি নিয়ে আলোচনা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়নের পক্ষেই সবাই মত দিয়েছেন। সবগুলোকে একসাথে হস্তান্তর না করে তা পর্যায়ক্রমে হস্তান্তর করার পক্ষে সিদ্ধান্ত হয়েছে। কারণ বড় সব কয়টি বিশ্ববিদ্যালয় নিজেদের ছাত্রদের নিয়েই হিমশিম খাচ্ছে। নতুন করে কলেজ দেখা-শোনার দায়িত্ব নিতে গেলে ভবন, অতিরিক্ত বাজেটসহ জনবলের প্রয়োজন হবে। এছাড়াও আরো নানা বিষয় সামনে আসবে। আবার অনেক বিশ্ববিদ্যালয়ের মাত্র কয়েকটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছে। তাদের নতুন করে কলেজ নেয়ার সামর্থ্য থাকবে না। উল্লেখ্য, সারাদেশে ২৭৫টি সরকারি কলেজ রয়েছে। এ কলেজগুলো প্রায় কয়েক লাখ শিক্ষার্থী পড়াশুনা করছে। বিষয়টি নিয়ে আরো দ্রুততার সাথে কাজ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)কে নির্দেশনা দেয়া হয়েছে। গত বছরের ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোতে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি ঢিলেমির অভিযোগ উঠেছে। ওই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৭ ডিসেম্বর ’১৪ ইউজিসিতে ভিসিদের নিয়ে অনুষ্ঠিত সভায় পক্ষে মত এলে তা বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মাদ মোহাব্বত খানকে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু প্রায় এক বছর পরও তা দিতে পারেনি। সর্বশেষ ইউজিসি নতুন চেয়ারম্যানসহ দুজন সদস্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ ব্যাপারে ফের তাগিদ দেন। এ অবস্থায় নতুন করে তোড়জোর শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Sunday, 11 October 2015

অনার্স ১ম বর্ষের পরীক্ষার ফলাফল আগামীকাল

২০১৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল আগামীকাল ১২ অক্টোবর রাত ৮:০০ টায় প্রকাশ করা হবে। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd / www.nubd.info এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> h1 <space> reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে।আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, উক্ত পরীক্ষা গত ২১ মে শুরু হয়ে ৬ জুলাই শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা ১৭ সেপ্টেম্বর, ২০১৫ তারিখে শেষ হয়।পরীক্ষায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৫৫৭ টি অনার্স কলেজের ১৯৭ টি কেন্দ্রের মাধ্যমে সর্বমোট ১,৮০,৫১৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

Saturday, 10 October 2015

তোমাকে নিয়ে আমার এর চেয়েও ভালো পরিকল্পনা আছে

 
ডাঃ নাজিরুম মুবিনঃ আমার খুব প্রিয় কিছু ছোট ভাই এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে। এদের সবাই সেকেন্ড টাইমার। সবাই দুর্দান্ত
মেধাবী। সবারই ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে
ভালো ভালো সাবজেক্টে এডমিশন নেয়া আছে।
কিন্তু তারা মেডিকেলে পড়তে চায়। মনে- প্রাণে চায়। তাই দ্বিতীয়বারের মতো
ভর্তিযুদ্ধে নামে তারা। একজনের হয়
ময়মনসিংহ মেডিকেলে। আরেকজনের সিলেট
মেডিকেলে।
আবার ৭০ পেয়েও দুই জনের চান্স হয় নি। হবেই
বা কিভাবে। প্রশ্ন ফাঁসের এই যুগে ৭০ কোন মার্কসই না। যদিও ৭ বছর আগে আমি ৬৭ পেয়ে
সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স
পেয়েছিলাম। ৭০ পেলে আমার ডিএমসিতে হয়ে
যেত। আমার ছোট ভাইগুলো খুব হতাশ হয়ে
পড়েছে। প্রতি বছর মেডিকেল-বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষার মৌসুমে ভর্তিচ্ছু ছাত্র- ছাত্রীদের এরকম স্বপ্ন ভঙ্গ হওয়া শুরু হয়।
অধিকাংশই তাদের পছন্দের প্রতিষ্ঠানে
পছন্দের বিষয়ে ভর্তি হতে পারে না।
ঠিক ৭ বছর আগে এরকম সময়ে আমরা ছিলাম
মেডিকেল ভর্তি পরিক্ষার্থী। অনেকের মতো
আমার খুব কাছের এক বন্ধুর একমাত্র টার্গেটই ছিল মেডিকেল। প্রচুর পরিশ্রমও করেছিল সে।
কিন্তু চান্স পায় নি। একরাশ হতাশা নিয়ে
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
দিতে থাকল। অবশেষে তার ঠিকানা হলো
সাস্টের জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ডিপার্টমেন্টে। আর আমি মাইগ্রেশন করে আসলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজে।
পরের বছর পরীক্ষা দিতে চেয়েছিল। আমি
বলেছিলাম, যেখানে আছো সেখানেই যদি ভালো
রেজাল্ট করতে পারো তাহলে অনেক কিছু করতে
পারবে। তবুও তার মন খারাপ। তখন তাকে
বলেছিলাম, তোমাকে নিয়ে হয়ত আল্লাহ্র আরো ভালো পরিকল্পনা আছে। সে মানে বুঝতে পারল
না। তাকে ভেঙ্গে বললাম। মানুষ যখন আল্লাহ্র
কাছে আন্তরিকভাবে কিছু চায়। আল্লাহ্ তখন
তিন ধরণের উত্তর দিয়ে থাকেন। প্রথম উত্তর,
ঠিক আছে তোমার চাওয়া পূর্ণ করা হবে।
দ্বিতীয় উত্তর, তোমার চাওয়া পূর্ণ করা হবে তবে এখন না পরে। শেষ উত্তরটি হলো, তোমাকে
নিয়ে আমার এর চেয়েও ভালো পরিকল্পনা আছে।
প্রথম দুই উত্তর সহজেই বুঝা যায়। কিন্তু তৃতীয়
উত্তরটা বুঝতে হলে অনেক সময় অপেক্ষা করতে
হয়। দৃশ্যমান কোন কিছু দিয়ে উদাহরণ না
দিলে, পার্থিব কোন কিছু দিয়ে তুলনা না করলে মানুষ কোন বিষয় বুঝতে পারে না। এটা
মানুষের সীমাবদ্ধতা। মানবীয় দূর্বলতা। তাই
তিন নম্বর উত্তরটা বুঝতে আমাদের দেরি হয়।
কষ্ট হয়। আমার বন্ধুও তখন বুঝে নি। সত্যি কথা
আমিও ভালো মতো বুঝি নি। বলার দরকার তাই
ভাবসাব নিয়ে বলেছিলাম আর কি। আমার সেই মেডিকেলে ভর্তি হতে চাওয়া বন্ধু
চার বছর বেশ ভালো রেজাল্টই করল।
ডিপার্টমেন্টের সেকেন্ড হলো। আর আমিও পাশ
করে ইন্টার্নি শুরু করলাম। একদিন আমি
ডিঊটিতে। হঠাৎ সেই বন্ধুর কল। “অই আমি
মনোবুশো স্কলারশিপ পাইছি।” মনোবুশো জাপানের ন্যাশনাল স্কলারশিপ। এই
স্কলারশিপের অধীনে সে ৫ বছরের প্রোগ্রামে
জাপান যাবে। এমএসসি করবে তারপর
পিএইচডি। থাকা, খাওয়া ফ্রি। কোন টিউশন
ফি লাগবে না। উল্টো হাত খরচের জন্য মাসে
মাসে দেড় লাখ ইয়েন পাবে। পিএইচডি করার সময় আন্ডারগ্রাড স্টুডেন্টদের পড়াতে হবে।
সেটার জন্য আলাদা বেতন পাবে। প্রতিবছর
জাপান-বাংলাদেশ-জাপান বিজনেস ক্লাস
এয়ার টিকেট পাবে। তার গবেষণার বিষয়
ক্যান্সার ডায়াগনোসিস এন্ড প্রোগনোসিসে
ন্যানো টেকনোলজি। এই বিষয় নিয়ে আরো অনেক জায়গায় গবেষণা চলছে। যারাই আগে সাফল্য
পাবে তারাই চিকিৎসা বিজ্ঞানে নোবেল
পুরষ্কার পাবে। সে যে ল্যাবে কাজ করবে সে
ল্যাবের সাথে বিশ্বের আরো ১২টি দেশের
বায়ো-টেক ল্যাবের জয়েন্ট ভেঞ্চার আছে।
বলা যায় না হয়ত বা আমার বন্ধুই হবে বাংলাদেশ থেকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল
পাওয়া প্রথম বিজ্ঞানী।
বন্ধুর স্কলারশিপ পাওয়া উপলক্ষে কয়েক দফায়
পার্টি হলো। আমি যে তাকে আল্লাহ্র তিনটা
উত্তরের কথা বলেছিলাম সেটা তার মনে ছিল।
“তোমাকে নিয়ে আমার এর চেয়েও ভালো পরিকল্পনা আছে।” আল্লাহ্র এই তিন নম্বর
উত্তরের মানে আমি এখন বুঝছি, বলল আমার
বন্ধু। শুধু আমার বন্ধু না আমিও বুঝলাম ভালো
ভাবে। আজ রাতে আমার বন্ধুর ফ্লাইট। একটু
আগে কল করেছিল। দোয়া করতে বলছে সবাইকে।
কোন সাবজেক্টেই খারাপ না। কোন ভার্সিটিই খারাপ না। রেজাল্ট ভালো করার চেষ্টা করতে
হবে। আর আল্লাহ্র কাছে চাইতে হবে। তবে
যারা প্রশ্নপত্র কিনে চান্স পেয়েছে। তারা
আসলে টাকা দিয়ে মেডিকেলের একটা সিট
কিনে নি বরং জাহান্নাম কিনেছে। চান্স
পাওয়ার পর থেকে তাদের এই পরিচয় দিয়ে তারা যা উপার্জন করবে সব হারাম বলে গণ্য
হবে। ছাত্রাবস্থায় টিউশনি করে যা আয় করবে
তাও হারাম ডাক্তার হয়ে রোগী দেখে যা
উপার্জন করবে সেটাও হারাম হবে। তাদের
কোন ইবাদতও কবুল হবে না। কারণ ইবাদত কবুল
হওয়ার পূর্বশর্ত হালাল রোজগার। যারা পছন্দের জায়গায় চান্স পাবা না তারা
হতাশ হয়ো না। আল্লাহ্ হয়তো তোমাদের জন্য
এরচেয়েও ভালো পরিকল্পনা করে রেখেছেন।
আসলে জীবন হচ্ছে একটা ২০০ মিটারের দৌড়
প্রতিযোগিতা। কেউ প্রথম ১০০ মিটার জোরে
দৌড়ায়। কেউ শেষের ১০০ মিটার। ফিনিশিং লাইন সবাই টাচ করে। কেউ একটু আগে। কেউ
একটু পরে। সুতরাং দৌড়াতে থাকো।

Thursday, 8 October 2015

এসএসসি ও এইচএসসিতে এমসিকিউয়ের ১০ নম্বর কমছে

২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ১০ নম্বর কমছে। এই ১০ নম্বরের জায়গায় সৃজনশীল অংশ যুক্ত হবে।
এ ছাড়া আগামী বছরের (২০১৬) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আগে দিতে হবে এমসিকিউ প্রশ্নের উত্তর, তারপর সৃজনশীল অংশের।

বুধবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেশ কিছুদিন ধরেই এমসিকিউ প্রশ্নের নম্বর কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছিল। বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।

এমসিকিউয়ের মাধ্যমে প্রকৃত মেধা যাচাই হয় না বলেও আলোচনা আছে। এসব প্রেক্ষাপটে এমসিকিউয়ের নম্বর পর্যায়ক্রমে কমিয়ে আনার আলোচনা চলছিল।

Wednesday, 7 October 2015

শাবিপ্রবি থেকে মর্টার সেল উদ্ধার, যুবক আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস থেকে একটি তাজা মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়। বিক্রির জন্য ওই যুবক মর্টারশেলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে এসেছিল বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আকতার হোসেন। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বি ভবনের সামনে থেকে মর্টারশেলসহ শেখু মিয়া নামের ওই যুবককে আটক করা হয়। শেখু নেত্রকোনা জেলার মদন থানার দেউছি গ্রামের বাসিন্দা। বর্তমানে সে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যুগীটিলায় বসবাস করে। সে পেশায় মাটিকাটা শ্রমিক। জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান- শেখু মিয়া মর্টারশেলটি নিয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে আসলে তা দেখে ফেলেন শিক্ষার্থীরা। ছাত্রদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মর্টারশেলটি উদ্ধার ও শেখু মিয়াকে আটক করে। শেখু মিয়ার বরাত দিয়ে ওসি আকতার জানান- শনিবার বিমানবন্দর এলাকায় মাটিকাটার কাজ করার সময় মর্টারশেলটি পায়। পরে তা সেখান থেকে লুকিয়ে নিয়ে আসে। মর্টারশেলটি বিক্রির জন্য সে ক্রেতার সন্ধানে শাবিপ্রবিতে এসেছিল।

Tuesday, 6 October 2015

অনার্স ১ম বর্ষ (বিশেষ) ও মাস্টার্সের পরীক্ষার সময় পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) ও ২০১২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা অনুষ্ঠানের সময়ে পরিবর্তনে এনেছে কর্তৃপক্ষ। পরীক্ষার দিন ঠিক রেখে সময় এক ঘণ্টা এগিয়ে এনে বেলা ২টার পরিবর্তে পরীক্ষা একটায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ০৬ অক্টোবর থেকে পূর্বনির্ধারিত বেলা ২টার পরিবর্তে দুপুর ১টা থেকে পরীক্ষা আরম্ভ হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd-এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

শাবিতে ভর্তি পরীক্ষার নিবন্ধন: যা করতে হবে

শাহজালাল
বিজ্ঞান

প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে
(শাবি) ২০১৫-১৬
শিক্ষাবর্ষে
অনার্স
ভর্তি নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে ১৩ অক্টোবর। নিবন্ধন চলবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভর্তি সংক্রান্ত এসব তথ্য জানান- ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর মুশতাক আহমদ। ভর্তি কমিটির সভাপতি প্রফেসর নারায়ণ সাহা জানান, এবার শাবিতে নতুন একটি বিষয় চালু হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যন্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেলপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের পছন্দমত বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা: ২০১৪/২০১৫ সনে অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০১২/২০১৩ সনে অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র- ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে উত্তীর্ণ
ছাত্র/ছাত্রীদের ২০১০/২০১১ সালে অনুষ্ঠিত এস.এস.সি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সব ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি বা সমমান পরীক্ষা পাস করেছেন তারা ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটেই এবং অন্যরা শুধু ‘এ’ ইউনিটে আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে। ‘বি’ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৭.০ থাকতে হবে। জি.সি.ই. ‘ও’ লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং জি.সি.ই. ‘এ’ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া: যদি কোনো ছাত্র/ছাত্রী ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটে পরীক্ষা দিতে চান, তাহলে উভয় ইউনিটে আলাদা আলাদা আবেদন করতে হবে। সাব-ইউনিটগুলো এমনভাবে সাজানো হয়েছে যে, কোনো একটি সাব-ইউনিটে আবেদন করলে ওই ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না। আবেদন করার জন্যে একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচ.এস.সি./সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, এইচ.এস.সি./সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল এবং এস.এস.সি./সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, এস.এস.সি./সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল, সাব-ইউনিটের কী ওয়ার্ড (A, B1, B2, B3, B4) লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে। উদাহরণ: SUST<space> SYL <space> 123456 <space>
2015<space> SYL <space> 654321<space> 2013 <space>A এখানে 123456 এবং 654321 যথাক্রমে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর। শিক্ষাবোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য হলে তার মোবাইল ফোন থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে তাকে ভর্তি পরীক্ষার রোল নম্বর, প্রবেশপত্রের জন্য একটি USER ID এবং PASSWORD জানিয়ে দেয়া হবে। যা নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট: প্রবেশপত্রের জন্য http://sust.teletalk.com.bd/ ওয়েব সাইটে গিয়ে সংশ্লিষ্ট ইউনিটের USER ID এবং PASSWORD ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট অপশন থেকে আবেদনকারীকে ২ (দুই) কপি প্রবেশপত্র সাদা A4 সাইজ কাগজে প্রিন্ট নিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট করা যাবে। কেউ যদি উভয় ইউনিটে আবেদন করেন, সেক্ষেত্রে প্রতিটি ইউনিটের জন্য একই নিয়মে আলাদাভাবে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। USER ID এবং PASSWORD হারিয়ে গেলে SUST<space>HELP<space>এইচ.এস.সি/সমমান
শিক্ষাবোর্ডের নামের কোড <space> এইচ.এস.সি/সমমান পরীক্ষার রোল নম্বর <space> এইচ.এস.সি/সমমান পরীক্ষার পাসের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে। উদাহরণ: SUST<space>HELP<space>SYL<space 123456<space>2015 ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়: প্রত্যেক ইউনিটের জন্য ছাত্র/ছাত্রীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ২ কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে অথবা admission@sust.edu -তে ই-মেইল করে যোগাযোগ করা যাবে। আসন বিন্যাস: ভর্তি পরীক্ষার আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও যে-কোনো মোবাইল ব্যবহার করে ১৬২২২ নম্বরে SMS করে এ-সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন। উদাহরণ: SUST<space>SEATPLAN<space>EXAMROLL পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্যে ০.২৫ নম্বর কাটা যাবে। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে OMR ফরম-এ উত্তর করতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বিদেশী ভর্তিচ্ছুদের করণীয়: বিদেশী ও বিদেশে অধ্যয়ন করা বাংলাদেশি ছাত্র/ছাত্রী যারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে ভর্তির আবেদনের জন্য SAT Score ন্যূনতম ১১০০ থাকতে হবে। এসব ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০১৫। এ বিষয়ে বিস্তারিত তথ্য www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।

শাবিতে নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিস্কারের সুপারিশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে পরীক্ষাকক্ষে নকল করায় বহিস্কারের সুপারিশ করেছে ওই বিভাগ। ওই শিক্ষার্থীর নাম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী। নৃবিজ্ঞান বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিভাগের ৩/২ ব্যাচের এএনপি-৩৬৫ কোর্সের পরীক্ষা দিতে যান সাখাওয়াত। এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষকরা তাকে নকলসহ ধরেন। সাখাওয়াত হোসেন শাবি শাখা ছাত্রলীগের কর্মী।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের প্রধান এ.কে.এম মাযহারুল ইসলাম জানান, সাখাওয়াত নামের এক শিক্ষার্থী ৩/২ ব্যাচের একটি কোর্সে পরীক্ষা দিতে এসে নকল করে। আমরা তার উত্তপত্র এবং নকল সংযুক্ত করে কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। তারা এখন ব্যাবস্থা নেবে।
এ বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন ‘নকল করেননি’ এবং ‘এটি ভুল বুঝাবুঝি’ বলে মন্তব্য করেন।
এদিকে সাখাওয়াত হোসেনকে ছাত্রলীগকর্মী স্বীকার করলেও শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলছেন, ‌কারো ব্যক্তিগত খারাপ কাজের দায় ছাত্রলীগ নেবে না।

শাবিতে ভর্তি পরীক্ষার নিবন্ধন: যা করতে হবে


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে ১৩ অক্টোবর। নিবন্ধন চলবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভর্তি সংক্রান্ত এসব তথ্য জানান- ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর মুশতাক আহমদ। ভর্তি কমিটির সভাপতি প্রফেসর নারায়ণ সাহা জানান, এবার শাবিতে নতুন একটি বিষয় চালু হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যন্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেলপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের পছন্দমত বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা: ২০১৪/২০১৫ সনে অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০১২/২০১৩ সনে অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র- ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের ২০১০/২০১১ সালে অনুষ্ঠিত এস.এস.সি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সব ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি বা সমমান পরীক্ষা পাস করেছেন তারা ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটেই এবং অন্যরা শুধু ‘এ’ ইউনিটে আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে। ‘বি’ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৭.০ থাকতে হবে। জি.সি.ই. ‘ও’ লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং জি.সি.ই. ‘এ’ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া: যদি কোনো ছাত্র/ছাত্রী ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটে পরীক্ষা দিতে চান, তাহলে উভয় ইউনিটে আলাদা আলাদা আবেদন করতে হবে। সাব-ইউনিটগুলো এমনভাবে সাজানো হয়েছে যে, কোনো একটি সাব-ইউনিটে আবেদন করলে ওই ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না। আবেদন করার জন্যে একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচ.এস.সি./সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, এইচ.এস.সি./সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল এবং এস.এস.সি./সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, এস.এস.সি./সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল, সাব-ইউনিটের কী ওয়ার্ড (A, B1, B2, B3, B4) লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে। উদাহরণ: SUST SYL 123456 2015 SYL 654321 2013 A এখানে 123456 এবং 654321 যথাক্রমে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর। শিক্ষাবোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য হলে তার মোবাইল ফোন থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে তাকে ভর্তি পরীক্ষার রোল নম্বর, প্রবেশপত্রের জন্য একটি USER ID এবং PASSWORD জানিয়ে দেয়া হবে। যা নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট: প্রবেশপত্রের জন্য http://sust.teletalk.com.bd/ ওয়েব সাইটে গিয়ে সংশ্লিষ্ট ইউনিটের USER ID এবং PASSWORD ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট অপশন থেকে আবেদনকারীকে ২ (দুই) কপি প্রবেশপত্র সাদা A4 সাইজ কাগজে প্রিন্ট নিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট করা যাবে। কেউ যদি উভয় ইউনিটে আবেদন করেন, সেক্ষেত্রে প্রতিটি ইউনিটের জন্য একই নিয়মে আলাদাভাবে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। USER ID এবং PASSWORD হারিয়ে গেলে SUSTHELPএইচ.এস.সি/সমমান শিক্ষাবোর্ডের নামের কোড এইচ.এস.সি/সমমান পরীক্ষার রোল নম্বর এইচ.এস.সি/সমমান পরীক্ষার পাসের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে। উদাহরণ: SUSTHELPSYL2015 ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়: প্রত্যেক ইউনিটের জন্য ছাত্র/ছাত্রীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ২ কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে অথবা admission@sust.edu -তে ই-মেইল করে যোগাযোগ করা যাবে। আসন বিন্যাস: ভর্তি পরীক্ষার আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও যে-কোনো মোবাইল ব্যবহার করে ১৬২২২ নম্বরে SMS করে এ-সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন। উদাহরণ: SUSTSEATPLANEXAMROLL পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্যে ০.২৫ নম্বর কাটা যাবে। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে OMR ফরম-এ উত্তর করতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বিদেশী ভর্তিচ্ছুদের করণীয়: বিদেশী ও বিদেশে অধ্যয়ন করা বাংলাদেশি ছাত্র/ছাত্রী যারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে ভর্তির আবেদনের জন্য SAT Score ন্যূনতম ১১০০ থাকতে হবে। এসব ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০১৫। এ বিষয়ে বিস্তারিত তথ্য www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সংশোধনী করা যাবে


<<<ঘোষণা>>> জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একবার কলেজ বাতিল/ বিষয় পরিবর্তন করে নতুনভাবে আবেদন করা যায়। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সংশোধনী করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে মাদ্রাসা বোর্ড, কারিগরী বোর্ডসহ অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা এখন থেকে আবেদন করতে পারবে


সুখবর! সুখবর!! সুখবর!!! জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে আবেদনের জন্য মাদ্রাসা বোর্ড, কারিগরী বোর্ডসহ অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের যে সকল সমস্যা ছিল তা সমাধান হয়েছে। যারা ইতিমধ্যে আবেদন করনি তারা ইচ্ছা করলে এখন থেকে আবেদন করতে পারবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে আগামী ১৩ অক্টোবর


বহুল প্রত্যাশিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে আগামী ১৩ অক্টোবর থেকে আর শেষ হবে ৩০ অক্টোবর। বিস্তারিত আসছে.......

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অাবেদন চলছে...


পাবলিক বিশ্ববিদ্যালয়ে অাবেদন চলছে... * জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবেদনের শেষ সময়: ০৮ অক্টোবর। * কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর। * রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর। * বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর। * বুটেক্স, আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর। * নোয়াখালী বিশ্ববিদ্যালয়, আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন শীঘ্রই শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদনে বিশেষ সতর্কতা:


এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করায় ভাল কলেজে চান্স পেতে নূন্যতম জিপিএ ৭-৮ লাগতে পারে। যাদের জিপিএ ৫-৬ তাদের উচিত হবে উপজেলা পর্যায়ের কলেজে আবেদন করে ভাল একটি বিষয়ে ভর্তি নিশ্চিত করা। সুতরাং শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি'র প্রাপ্ত জিপিএ অনুযায়ী ভেবে-চিন্তে সঠিক কলেজটি পছন্দ করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দিত্বীয়ত: বিষয় পছন্দক্রম-এ সবগুলো বিষয় দেয়া ভাল। যে বিষয়টি পড়তে বেশি ইচ্ছুক সেটিই সর্বপ্রথম দিয়ে ধারাবাহিকভাবে অন্যান্য বিষয়গুলো দেয়া উচিত। এক্ষেত্রে শিক্ষাথীরা প্রয়োজনে অভিভাবকের সাহায্য নিতে পারেন। বি.দ্র: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখিত পরীক্ষার প্রবেশপত্র আগামীকাল বিকাল ৫টার পর থেকে সংগ্রহ করা যাবে।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তির প্রাথমিক অাবেদন। ভর্তি সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা:


ভর্তি সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা: প্রশ্ন-০১: আবেদনের শেষ তারিখ কখন? উত্তর: আগামী ২৫ অক্টোবর অনলাইনে আবেদনের শেষ তারিখ। প্রশ্ন-০২: কয়টি কলেজে অাবেদন করা যাবে। উত্তর: একজন শিক্ষার্থী শুধুমাত্র ১টি কলেজে আবেদন করতে পারবে। প্রশ্ন-০৩: এবছর কি ভর্তি পরীক্ষা হবে না? উত্তর: না এবছর ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর উপর ভিত্তি করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। প্রশ্ন-০৪: চান্স পেতে মোট কত জিপিএ লাগবে? উত্তর: নিয়ম অনুযায়ী আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি মিলে মোট ৪.০০ পয়েন্ট হলেই আবেদন করা যাবে কিন্তু জেলা শহরের ভাল ও সরকারী কলেজগুলোতে চান্স পেতে নূন্যতম জিপিএ ৭.০০ থেকে ৮.০০ লাগতে পারে। প্রশ্ন-০৫: অাবেদন করতে কি কি লাগবে? উত্তর: অনলাইনে আবেদন করতে লাগবে- এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নং এবং ১টি ভাল মানের পাসপোর্ট সাইজের ছবি। আর পূরনকৃত ফরমটির সাথে এসএসসি ও এইচএসসি পাশের মার্কসীট, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ফি ২৫০টাকা ভর্তিচ্ছু কলেজে জমা দিতে হবে। প্রশ্ন-০৬: আমি ২০১৪ সালে এইচএসসি পাস করেছি। আমি কি আবেদন করতে পারব? উত্তর: হ্যাঁ শুধুমাত্র ২০১৪ ও ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। সঠিক বিষয় পছন্দক্রম ও নির্ভুল ফরম পূরণের জন্য আমাদের সাথেই থাকুন।
 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates